ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক এখনো ‘অনেক ইতিবাচক’ রয়ে গেছে। মোদির সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্ব্যক্ত করার পরে শনিবার এ মন্তব্য করলেন ভারতীয় প্রধানমন্ত্রী। এক্স- এ মোদি লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে তার ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব। ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারি রয়েছে।” ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পর থেকে দীর্ঘস্থায়ী দুই মিত্রের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছ। রাশিয়ার তেল কিনে ইউক্রেনের উপর মস্কোর মারাত্মক আক্রমণে ইন্ধন জোগানোর অভিযোগ তোলা হয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে। চীনে প্রধানমন্ত্রী শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পরে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার পাশাপাশি ভারতও চীনের কাছে ‘পরাজিত...