দেশে শেয়ারবাজারে বিনিয়োগ করতে চাইলে প্রথম যে বিষয়টি জানতে হয়, তা হলো— বিও হিসাব। এটি ছাড়া বাজারে কোনো শেয়ার কেনা-বেচা সম্ভব নয়। অনেকেই প্রশ্ন করেন, ‘বিও হিসাব আসলে কী?’ কিংবা ‘এটি খুলতে কী করতে হয়?’ বিও শব্দটি এসেছে ইংরেজি ‘বেনিফিশিয়ারি ওনার্স’ থেকে। অর্থাৎ এটি এমন একটি হিসাব যার মাধ্যমে আপনি শেয়ারবাজারে নিজের নামে শেয়ার রাখতে ও লেনদেন করতে পারেন। বিনিয়োগকারীর নামে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে (সিডিবিএল) একটি হিসাব খোলা হয়। এটি অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। তবে এখানে টাকা নয়, শেয়ার রাখা হয়। শেয়ার কেনা-বেচার জন্য যেমন বিও হিসাব দরকার হয়, তেমনি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা নতুন কোম্পানির শেয়ারে আবেদনের জন্যও বিও হিসাব দরকার হয়। বিও হিসাব খুলতে হলে আপনাকে একটি অনুমোদিত ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংকে যেতে হবে। সেখানেই প্রয়োজনীয়...