রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের ‘ন্যূনতম সম্পৃক্ততা নেই’ বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখে এসে তিনি সাংবাদিকদের বলেন, “কালকে আমরা একটি সফল প্রোগ্রাম শেষ করেছি শাহবাগে, নুরের উপর হামলার প্রতিবাদে। সংহতি সমাবেশের পর আমরা লক্ষ্য করলাম, আমরা কার্যালয়ে অনেকে ফিরে গিয়েছি। তারপর কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে। “এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব, আওয়ামী দোসর তিনি বলছেন যে, এই ঘটনার সাথে নাকি গণঅধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য, গণঅধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে।” ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকালে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ আয়োজন করেছিল গণঅধিকার পরিষদ। সেই সমাবেশ শেষ করে সন্ধ্যা...