প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি আমাদের টেলিযোগাযোগ খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।” মোবাইল ফোনে যখন VoWiFi চালু থাকে এবং ডিভাইসটি ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হয়, তখন ফোন একটি বিশেষ পরিচয় যাচাই (EAP-SIM/EAP-AKA authentication request) পাঠায়। এই তথ্য মোবাইল অপারেটরের সার্ভারে পৌঁছায় একটি গেটওয়ে (ePDG)-এর মাধ্যমে। এরপর অপারেটরের AAA সার্ভার গ্রাহকের তথ্যভাণ্ডার HLR/HSS-এর সঙ্গে মিলিয়ে সিমের বৈধতা যাচাই করে। যাচাই সফল হলে ফোন এবং অপারেটরের মূল নেটওয়ার্ক (IMS)-এর মধ্যে নিরাপদ IPSec টানেল তৈরি হয়। ফলে ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও কার্যত তিনি অপারেটরের নিজস্ব নেটওয়ার্কেই সংযুক্ত থাকেন। VoWiFi-এর সুবিধাভালো ইনডোর কাভারেজ: বেজমেন্ট, উঁচু ভবন বা গ্রামীণ এলাকায় যেখানে সিগন্যাল...