পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের দুর্বল কোম্পানি ইনটেক লিমিটেডের শেয়ার দর কারণ ছাড়াই অস্বাভাবিকহারে বাড়ছে। অপরদিক সর্বশেষ তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫ সাল) কোম্পানিটির লোকসান রয়েছে। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভে। মূল্য আয় অনুপাত হিসেবে এই কোম্পানিতে বিনিয়োগ সম্পূর্ণ অনিরাপদ। তবুও মাত্র ১৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে দ্বিগুণের বেশি। শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখতে রেগুরেটরদের দৃষ্টি দিতে বলছেন শেয়ার ধারণ করা বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইনটেকের প্রতি শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৪৫ টাকা ৩০ পয়সা। যা গত ১৭ আগস্ট কোম্পানিটির এই শেয়ারের দর ছিল ২০ টাকা ৯০ পয়সা। গত ১৮ দিন বা ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ২৪ টাকা ৪০ পয়সা বা ১১৬ দশমিক ৭৫ শতাংশ। গত বৃহস্পতিবার মোট শেয়ারের মাধ্যমে...