আহতের খোঁজখবর নিতে শনিবার হাসপাতালে যান রফিকূল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং নাহিদ নজরুলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি চিকিৎসকদেরকে সাংবাদিক নাহিদ নজরুলের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। ডা. রফিকূল ইসলাম আহত নাহিদ নজরুলের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন, “দলের পক্ষ থেকে আমরা সবসময় পাশে আছি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।” নাহিদ নজরুলের শারীরিক অবস্থার বিষয়ে তিনি আরও জানান, “তার ডান পায়ের নীচের অংশে...