মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৪৩:১৭ ‘কাজী সালিমা হক মহিলা কলেজকে বেস্ট কলেজ করার ইচ্ছা নিয়ে এসেছি’ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মাগুরা: সিনিয়র একজন মানুষ, বড় মাপের একজন মানুষ, জনসেবায় যার লক্ষ। শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক ভাবেও যার পদচারণা রয়েছে। সেই প্রিয় নেতা কাজী সালিমুল হক কামাল ভাইয়ের মায়ের নামে কলেজে আমাকে সভাপতি বানিয়েছেন। আমি চেষ্টা করব যতটা আধুনিক করা যায়, একটা প্রতিষ্ঠানকে যতটা উন্নতি করা যায়, কাজী সালিমা হক মহিলা কলেজকে বেস্ট কলেজ করার ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি- কলেজ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী সাধারণ সভায় এসব কথা বলেন।তিনি আরও বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে...