বাংলাদেশিদের মাঝে এখনো সাবানই গোসলের সবচেয়ে পরিচিত উপকরণ। ছোটবেলায় সাদা, লাল, কমলা— কত রঙের সাবানই তো আমরা ব্যবহার করেছি। গোসল মানেই যেন সাবানের গন্ধ, ফেনা আর সতেজ অনুভূতি। তবে সময়ের সঙ্গে সঙ্গে গোসলের জগতে যোগ হয়েছে নতুন প্রতিযোগী ‘বডি ওয়াশ।’ ঝকঝকে বোতলে সুগন্ধিযুক্ত আর নানা ফর্মুলার এই বডি ওয়াশ এখন অনেকেরই পছন্দের তালিকায়।তবে প্রশ্ন হচ্ছে, ত্বকের জন্য আসলে কোনটি ভালো— সাবান নাকি বডি ওয়াশ? চলুন, সমাধান খুঁজি—একসময় সাধারণ সাবানই ছিল একমাত্র ভরসা। তবে এখনকার সাবান শুধু গায়ে ময়লা ধোয়ার কাজেই সীমাবদ্ধ নয়, বরং সংবেদনশীল বা শুষ্ক ত্বকের জন্য আলাদা সাবান পাওয়া যায়। অন্যদিকে, বডি ওয়াশ এসেছে আরও আধুনিক রূপে। শুষ্ক, তৈলাক্ত বা ব্রণপ্রবণ— ত্বকের ধরন অনুযায়ী আলাদা আলাদা বডি ওয়াশ সহজেই পাওয়া যায়। কারও পছন্দ এক্সফোলিয়েটিং বডি ওয়াশ, কেউ আবার...