ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতকে ৪ রানে হারিয়ে ষষ্ঠ ম্যাচ জিতেছে আফগানিস্তান। এই জয়ে বাংলাদেশের পর এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের নজির গড়েছে তারা। আইসিসির দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে এক ভেন্যুতে ২০টি টি-টোয়েন্টি জয়ের কৃতিত্ব দেখিয়েছে। শুক্রবার শারজায় অনুষ্ঠিত শেষ লিগ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের সর্বোচ্চ ৪৮ রানে ২০ ওভারে ৪ উইকেটে তারা সংগ্রহ করে ১৭০ রান। জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ৫ উইকেটে ১৬৬ রানে থেমেছে। ভারপ্রাপ্ত অধিনায়ক ইব্রাহিম জাদরান ৩৫ বলে তিনটি চার ও সমান সংখ্যক ছক্কায় মোট ৪৮ রান করেন। এই ইনিংস খেলার পথে ওপেনার উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ১২ ওভারে প্রথম উইকেটে ৯৮ রানের জুটি গড়েন। গুরবাজ ৩৮ বলে ৩ চার ও ১...