০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম পলাতক শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শতখালী হাই স্কুল মাঠে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়াজেদ সরদার। সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. গফুর মোল্লা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মোল্লা। নিতাই রায় চৌধুরী বলেন, দেশের জনগণ দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। কোনো ষড়যন্ত্র বা শক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না।...