গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট টাইম মেমরি লস (স্বল্প মেয়াদি স্মৃতিশক্তির হ্রাস) হচ্ছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি জানান, নুর বর্তমানে ছোটখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি শনিবার সকালে নুরের কাছে গিয়েছিলাম। তিনি একটু বসার চেষ্টা করছিলেন, তখন কাঁশি আসার সঙ্গে সঙ্গে নাক থেকে রক্ত ঝরছিল। আগে আমরা বলেছিলাম কেবল নাক দিয়ে রক্ত হচ্ছে। এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। কথা বলার সময় পুরোপুরি শেষ করতে পারছেন না এবং কিছু বিষয় অগোছালোভাবে বলছেন। রাশেদ খান বলেন, আমরা লক্ষ্য করেছি যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি লস করছেন। যেমন—...