শুধু সালমান ভক্তই নয়, ঢালিউড ইতিহাসের অন্যতম কালো দিন ৬ সেপ্টেম্বর। ২৯ বছর আগে আজকের এই দিনে পাড়ি জমিয়েছিলেন লাখো তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক সালমান শাহ। ২৯ বছর আগে চলে গিয়েও এই নায়ক এখনও ভক্তদের মনে সমান উজ্জ্বল। অমর এই নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ঢালিউডের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। এক ফেসবুক পোস্টে সালমান শাহের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি ...।’ বলা দরকার, শাকিব খান নিজেও অন্য অনেক নায়কের মতো সালমান শাহ-এর অনুসারী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে পুলিশ একাধিক তদন্ত করে। তদন্ত শেষে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে, তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং...