ছোট পর্দার নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমায় সোলজার-এ চিত্রনায়ক শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছোট পর্দার তানজিন তিশার। এবার শোনা যাচ্ছে একই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীকে। বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র। তিশা ও ঐশী- দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছিউল্লেখ করে সূত্রটি জানায় অরিরেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। জানা গেছে, সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। এই সিনেমায় শাকিব খানকে...