সুন্দর এই মুহূর্তের জন্য আট মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলেন কার্লোস আলকারাজ। অবশেষে সেই মুহূর্ত এসেছে। প্রথমবারের মতো হার্ডকোর্টে নোভাক জোকোভিচকে পরাস্ত করে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন আলকারাজ। শুক্রবার রাতে পুরুষ এককের প্রথম সেমিফাইনালে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জোকোভিচকে ৬-৪, ৭-৬(৪), ৬-২ সেটে হারিয়ে তিন বছরে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছেন ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা। ২৪ হাজার দর্শকে পূর্ণ নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে উত্তেজনার বিস্ফোরণ হচ্ছিল প্রতিটি মুহূর্তে। যেখানে টানটান লড়াইয়ে মত্ত ছিলেন আলকারাজ ও জোকোভিচ। আলকারাজের বারবার মনে হচ্ছিলো, এই বুঝি জোকোভিচ আবারও তাকে মানসিকভাবে ভেঙে দেবেন। কেননা এর আগে গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে এগিয়ে গিয়ে জোকোভিচের কাছে হেরেছিলেন আলকারাজ। ৩৮ বছর বয়সী জোকোভিচ যখন একের পর এক আলকারাজের ড্রপ শট ধরতে ছুটছিলেন,...