চট্টগ্রামবিশ্ববিদ্যালয়ের(চবি)শিক্ষার্থীও স্থানীয়দের সংঘর্ষকে ঘিরে জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। ওই মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এদিকে নেতার বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে শাখা ছাত্রশিবির। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে জামায়াতের ওই নেতার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেছড়িয়েপড়ে। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, এ এফ রহমান হল ও শহীদ ফরহাদ হোসেন হলের সামনে জড়োহয়েবিক্ষোভ করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের বুকের ওপর। আমরা এই...