গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাকে মানসিকভাবে সাহসও দিয়েছেন তিনি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নুরের খোঁজ নিতে হাসপাতালে পৌঁছেন মির্জা আব্বাস। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিস্তারিত খোঁজ খবর নেন বিএনপির এ নেতা। গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নুরুল হক নুর ও তার সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরোনো ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন। হাসপাতালে গিয়ে নুরকে সাহস দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘চিন্তা...