নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক-এর সঙ্গে চুক্তি করেছে রবি আজিয়াটা। এর মাধ্যমে রবি বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত এন্টারপ্রাইজ রিসেলার হওয়ার স্বীকৃতি পেল। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় রবি স্টারলিংকের লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি—দুটি সেবাই গ্রাহকদের দিতে পারবে। এ সেবা স্থির সংযোগের পাশাপাশি চলমান বা পোর্টেবল ব্যবহারের জন্যও কার্যকর। চুক্তির ফলে ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল কমার্সসহ নানা গুরুত্বপূর্ণ ডিজিটাল কার্যক্রমে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ গ্রামীণ ও শহুরে এলাকার মধ্যে বিদ্যমান ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে। রবি জানিয়েছে, তারা তাদের এন্টারপ্রাইজ সেলস চ্যানেল ও অনুমোদিত খুচরা বিক্রেতাদের মাধ্যমে স্টারলিংকের সেবা বাজারজাত করবে। পাশাপাশি, গ্রামীণ জনগোষ্ঠীর...