সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়েছিল রানার্সআপ। নতুন মৌসুম শুরু হতে লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে ক্লাবগুলো।নতুন মৌসুমকে সামনে রেখে দল গুছানোতে ব্যস্ত সময় পার করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের বেশ কয়েকজন নিয়মিত মুখকে নিজেদের করে নিয়েছে তারা। বিশেষ করে গত আসরে মোহামেডানের জার্সিতে খেলা, অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।জাতীয় দলে খেলা পেসার খালেদ আহমেদ, শামীম পাটোয়ারীরাও আছেন প্রাইম ব্যাংকের স্কোয়াডে। এই দুই ক্রিকেটারই নিজেদের প্রমাণ করেছেন। নিজের দিনে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে পাটোয়ারীর। অন্যদিকে, পেসার খালেদ বেশ লম্বা সময় বোলিং করার সামর্থ্য রাখেন।তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে প্রাইম ব্যাংক দলে ভিড়িয়েছে অনূর্ধ্ব-১৯ দলের বর্তমান অধিনায়ক...