০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এফপিএবি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। জেলা বিএনপির নেতা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. সাইফুল আজম রঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, “মানুষের কল্যাণে...