ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার নিয়ম উন্মোচন করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে এ ভিডিও প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ৫টি ধাপে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রথম ধাপে শিক্ষার্থীকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় নির্ধারিত ভোটকেন্দ্রে আসতে হবে। এরপর পোলিং অফিসার শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হবেন। দ্বিতীয় ধাপে পরিচয় নিশ্চিত করার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড অথবা পে-ইন-স্লিপ প্রদর্শন করবেন এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড প্রদর্শন করবেন। তৃতীয় ধাপে শিক্ষার্থীর আঙুলে অমোচনীয় কালির দাগ দেওয়া হবে। শিক্ষার্থী ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন এবং পোলিং অফিসারকে ভোটার নম্বর জানাবেন। চতুর্থে ধাপে শিক্ষার্থী ব্যালট নিয়ে গোপন কক্ষে যেতে হবে।...