দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটি গত এক বছরে ডজনখানেক বিশ্বনন্দিত চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে। গেল বছর সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ হয় ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার। এরপর রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে সিনেমাটি। মেহজাবীন এবার ঘোষণা দিলেন, খুব শিগগির দর্শকের সামনে নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আসতে চলেছেন। ‘সাবা’র একটি স্থিরচিত্র শেয়ার করে নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন,“সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।” একই পোস্টের মন্তব্য ঘরে জানতে চেয়ে মেহজাবীন লিখেছেন, “‘সাবা’ কোন দিন মুক্তি দেয়া উচিত, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?” মেহজাবীনের সেই পোস্টটি শেয়ার করেছেন ‘সাবা’ নির্মাতা মাকসুদ হোসেন থেকে শুরু করে ছবির চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশসহ ছবির অন্যান্য...