বুয়েনস আইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি সম্ভবত দেশের মাটিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। এছাড়া আকাশী নীলদের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও ঘোষণা দিয়েছেন, ঘরের মাঠে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হবে না।দলের দুই অভিজ্ঞ কাণ্ডারি সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক নির্বাচন এখন সময়ের দাবি। কে পরবেন আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড? প্রশ্নটা এখন ঘুরছে সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকদের মুখেও। নেতৃত্বে কাদের কথা মাথায় রেখেছেন কোচ স্কালোনি? বিশ্লেষকদের মতে, বর্তমানে অধিনায়কত্বের লাইনআপে মেসির পর রয়েছেন ওটামেন্ডি, এরপর ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। জুনে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়কত্ব করে অভিষেকও হয়ে গেছে রোমেরোর। টটেনহ্যামের নিয়মিত অধিনায়ক, তরুণ বয়সেই নেতৃত্বগুণের প্রকাশ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে সাহসী উপস্থিতি- সব মিলিয়ে তিনি এগিয়ে আছেন নেতৃত্বের দৌড়ে। তবে রোমেরো একাই নন, আরও কয়েকজনকে ভাবনায় রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।...