০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম ইরহাস আরবী শব্দ। যার অর্থ হচ্ছে মূল ভিত্তি, প্রাথমিক স্তর, যার উপর কোনো বস্তুর বুনিয়াদ প্রতিষ্ঠিত (Foundation) হয় । তাই অভিধানসমূহে এর অর্থ বর্ণিত হয়েছে দেয়ালের প্রাথমিক স্তর। যেহেতু প্রাথমিক স্তরের উপর ভিত্তি করে কোনো ভবনের ব্যাপকতা ও বিশালতা সাব্যস্ত হয়। পরিভাষায় ইরহাস হলো, কোনো বস্তু ও বিষয়ের আত্মপ্রকাশ বা সুদূরপ্রসারী কোনো ঘটনা সংগঠিত হওয়ার পূর্বলক্ষণ, পূর্বাভাস বা কুদরতি সুসংবাদ। কারো মতে অচিরেই ঘটতে যাচ্ছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ভূমিকা বা পূর্ব শুভলক্ষণ। অর্থাৎ, মানব সভ্যতার আমূল পরিবর্তনসূচক কোনো বিষয়ের সুসংবাদমূলক অলৌলিক ঘটনাবলি।الوسيط المعجم গ্রন্থে ইরহাসের অর্থ করা হয়েছে-هو الامر الخارق للعادة يظهر للنبي قبل بعثته-অর্থাৎ, নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়াত প্রকাশের পূর্বে যে সকল অলৌকিক ঘটনা...