অভিনেত্রী ডলি জহুরের কাছে প্রয়াত নায়ক সালমান শাহ কেবল একজন সহশিল্পী ছিলেন না, ছিলেন আত্মজসম। তাই নায়কের চলে যাওয়ার এত বছর পরেও শোকাতুর এই বর্ষীয়ান অভিনেত্রী। দেশের সিনেমা অঙ্গনে চার বছরের যাত্রায় সালমান শাহ বদলে দিয়েছিলেন চলচ্চিত্রের ধারা, পর্দায় এনেছিলেন নায়কোচিত আবেদন। তাই তার মৃত্যু রহস্য, অভিনয়, ফ্যাশন-নিয়ে কয়েক প্রজন্মের কাছে চর্চিত নাম সালমান শাহ। শনিবার এই অভিনেতার ২৯তম মৃত্যুবার্ষিকী। সালমানকে নিয়ে গ্লিটজের কাছে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী ডলি জহুর। সালমান ছোটবেলায় টেলিভিশনের নাটকে অভিনয় করেছেন, তাকে ওই সময় থেকেই চিনতেন ডলি জহুর। ডলি জহুর বলেন, “সালমান আমাকে ‘আম্মু’ বলে ডাকত। যখন সে ছোট তখন টেলিভিশনে আমার সঙ্গে অভিনয় করত। সালমানের বাবা তাকে সঙ্গে করে নিয়ে আসতেন। সালমানের বাবা মাঝেমধ্যে ছোটখাটো অভিনয় করতেন। সালমান তখন আমার সঙ্গেই থাকত। আমার বাসায় যেত।...