রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের (জি এম কাদের বিরোধী অংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত। আজ শনিবার এক বিবৃতিতে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কোনো ষড়যন্ত্র বা দমন–পীড়নে জাতীয় পার্টি দমে যাবে না। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে আজ বিবৃতি দিয়েছে বিএনপি। এই বিবৃতি দেওয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্বরা...