মূল দলের বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে নেপাল গেছে বাংলাদেশ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় মাঠে নামবে কোচ হাভিয়ের কাবরেরার দল। কিন্তু মাঠে নামার আগেই আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ। জাতীয় দলে নিজেকে অপরিহার্য করে তুলেছেন গোলরক্ষক মিতুল মারমা। গোলবারের নিচে বর্তমানে সবচেয়ে বিশ্বস্ত তিনি। গতকাল নেপালে জাতীয় দলের শেষদিনের অনুশীলনে মাঠে উপস্থিত থাকলেও কোনো কার্যক্রম করতে দেখা যায়নি মিতুলকে। গ্রোয়েনের চোটে ভুগছিলেন তিনি। তখন পর্যন্ত নিশ্চিত ছিল না তার খেলা, না খেলার বিষয়টি। মিতুলকে নিয়ে দুঃসংবাদটা আসে আজ সকালে। জানা যায়, চোটের কারণে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না মিতুল মারমার। তার পরিবর্তে অভিষেকের অপেক্ষায় গোলরক্ষক সুজন হোসেন। এমনিতেই নেপাল সফরে নেই সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলার। হামজা চৌধুরী,...