আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া দরবার শরীফ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সম্প্রীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ মহানবী (সা.) সম্প্রীতির বাণী প্রতিষ্ঠা করে গেছেন। তিনি মানব জাতির জন্য রহমত স্বরূপ। সব সময় মানবতার কল্যাণে কাজ করে গেছেন। সব ধর্মের মানুষকে সম্মান দিয়েছেন। তাই অন্য ধর্মকে সম্মানিত করে আমরা আরও ধন্য হবো।’ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ বেড়ে গেছে। তবে যাদের মধ্যে কোরআন সন্নাহের তাসাউফ থাকবে, তারা কখনও জ্বালাও-পোড়াও করতে পারেন না। আমরা ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে শান্তির বার্তা দিতে চাই। কারণ এটি ঈমানের মূল বাতিঘর।’ তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু...