০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্থানীয় জোবরা গ্রামবাসীর মধ্যে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি এস এম ফজলুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (শনিবার) সকাল ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে আসেন। তাঁরা আহত শিক্ষার্থীদের পাশে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং চিকিৎসকের কাছ থেকে খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের অভিভাবকগণের সাথেও কথা বলেন এবং অনকাঙ্খিত ঘটনার জন্য আন্তরিকভাবে সমবেদনা জানান। এ সময় তাদের সুচিকিৎসার ব্যাপারে কোন ধরণের অবহেলা হবে না বলে আশ্বস্ত করেন এবং সরকার, বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রাক্তন চবিয়ানদের সংগঠন এলামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও সাবেক ভি.পি মজহারুল হক...