নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আবারও ইতিহাস ছুঁয়েছেন ইতালির তারকা ইয়ানিক সিনার। সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন বর্তমান চ্যাম্পিয়ন। এটি সিনারের টানা পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল এবং চলতি মৌসুমে চতুর্থ। টেনিসের উন্মুক্ত যুগে এক বছরে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা মাত্র চতুর্থ খেলোয়াড় তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন রড লেভার (১৯৬৯), রজার ফেদেরার (২০০৬-০৭ ও ২০০৯) এবং নোভাক জোকোভিচ (২০১৫, ২০২১ ও ২০২৩)। সেমিফাইনালের শুরুতেই দাপট দেখান সিনার। প্রথম সেট জেতেন ৬-১ গেমে। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ফেলিক্স ৬-৩ গেমে সমতায় ফেরান। কিন্তু এরপর কানাডিয়ানকে আর সুযোগ দেননি সিনার। ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে জিতেছেন শেষ দুই সেট এবং নিশ্চিত করেছেন ফাইনাল। এই জয়ে গ্র্যান্ড...