পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ (শনিবার) দেশে সরকারি ছুটি থাকলেও ফুটবলে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে লাল-সবুজের দুই প্রতিনিধি দল। এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ বিকেল ৩টায় ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে শেখ মোরসালিনের দল। টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। ড্র করলে গ্রুপ রানার্সআপ হওয়ার ক্ষীণ আশা থাকলেও সেরা চার রানার্সআপ হয়ে মূল পর্বে জায়গা পাওয়া কার্যত অসম্ভব। তাই ইয়েমেন ম্যাচটা অনূর্ধ্ব–২৩ দলের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অভিষেক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সিনিয়র জাতীয় দলও নামছে মাঠে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে নেপালের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। কাঠমান্ডুর দাশরথ স্টেডিয়ামে এই ম্যাচে ইনজুরির কারণে থাকছেন না জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক মিতুল...