ফেইসবুকের প্রথম দিকে অন্যতম জনপ্রিয় একটি ফিচার ছিল ‘পোক’। একে ভার্চুয়াল খোঁচাও বলা হয়ে থাকে। সে সময়ে এটি ছিল বন্ধুদের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে সাধারণ একটি উপায়। মূলত হঠাৎই তরুণ ব্যবহারকারীদের মধ্যে ‘পোক’ এর ব্যবহার আবারও বাড়তে শুরু করেছে। আর সেটিই ফেইসবুককে বাধ্য করেছে ফিচারটিকে নতুন করে আরও বড় আকারে সামনে আনতে। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি কারও ফেইসবুক প্রোফাইল থেকে বিশেষ ‘পোক’ বাটন চাপতে পারবেন। যার কাছে এই পোক যাবে তিনি তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন। এখানেই শেষ নয়, নির্দিষ্ট পাতায় গিয়ে দেখতে পারবেন কে কাকে পোক করেছে, মোট কতবার করছে, কারণ, প্রতিবার পোক করার সঙ্গে সঙ্গে এর সংখ্যাও বাড়তে থাকবে। তবে যদি কারও পোক ভালো না লাগে তাহলে তা এড়িয়ে যাওয়ার সুযোগও রয়েছে। নতুন এই পোক-ট্র্যাকিং সিস্টেম মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই...