রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ কায়দায় কবর দেওয়া নুরাল পাগলার মাজারে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভাঙচুর ও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা নামধারী একদল মানুষ। যে ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারও। একইসাথে এই ধরনের বর্বরতা কোন অবস্থাতেই বরদাশত করা হবে না বলেও বিবৃতিতে জানিয়েছে সরকার। মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকারের এমন বিবৃতি দেয়া নিয়েও নিন্দামন্দ করেন অনেকে। বিশেষ করে সোশাল মিডিয়ায় এ নিয়ে সরব প্রতিবাদ জানান সচেতন মানুষেরা। নির্মাতা...