খবর টি পড়েছেন :২৭৬দোয়েল ভোরে মধুর সুরে ডাকে,আমি তখন দুয়ার খুলে দেখি বাংলা মাকে॥পাতার ফাঁকে সূর্য জাগে,স্বাধীনতার অনুরাগে–ফুলের সুবাস নাচিয়ে তোলে হৃদয়টাকে॥দেশ আমাকে আপন করেতৃষ্ণা মেটায় নদীর জলে;বাঁচার যত রসদ দিয়েরেখেছে তার আঁচল তলে–মায়ের মতো দরদ ভরে যত্নে আমায় রাখে॥এদেশ ছেড়ে কোথায় যাব?এত সোহাগ কোথায় পাব?তাইতো আমি ধন্য হয়ে মা ডেকেছি তাকে॥গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি। দোয়েল ভোরে মধুর সুরে ডাকে,আমি তখন দুয়ার খুলে দেখি বাংলা মাকে॥পাতার ফাঁকে সূর্য জাগে,স্বাধীনতার অনুরাগে–ফুলের সুবাস নাচিয়ে তোলে হৃদয়টাকে॥দেশ আমাকে আপন করেতৃষ্ণা মেটায় নদীর জলে;বাঁচার যত রসদ দিয়েরেখেছে তার আঁচল তলে–মায়ের মতো দরদ ভরে যত্নে আমায় রাখে॥এদেশ ছেড়ে কোথায় যাব?এত সোহাগ কোথায় পাব?তাইতো আমি ধন্য হয়ে মা ডেকেছি...