নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে আলোচনায় উঠে এসেছে জেড গ্রুপের চার শেয়ার। দীর্ঘদিন পর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে জায়গা করে নেয় শ্যামপুর সুগার, জেনারেশন নেক্সট, বে লিজিং ও আমরা টেকনোলজি লিমিটেড। এই চার শেয়ারে দামের অস্বাভাবিক উত্থান বিনিয়োগকারীদের মধ্যে স্বল্পমেয়াদি মুনাফার সুযোগ তৈরি করেছে। লেনদেনের তথ্য বলছে, সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে শ্যামপুর সুগারের—২২.৮৩ শতাংশ। এর পরেই রয়েছে জেনারেশন নেক্সট ও বে লিজিং, উভয়ের দাম বেড়েছে ২০ শতাংশ। আর আমরা টেকনোলজির শেয়ারদর বেড়েছে ১৯.৮৫ শতাংশ। তবে চারটি কোম্পানিই জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। শ্যামপুর সুগার, জেনারেশন নেক্সট ও বে লিজিং টানা দুই বছরের বেশি সময় ধরে কোনো ধরনের ডিভিডেন্ড দেয়নি। আর আমরা টেকনোলজি ২০২৪ সালে মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেও তা এখনও বিতরণ করা হয়নি। বিশ্লেষকদের মতে, মৌলভিত্তি...