বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ চলে যাওয়ার ২৯ বছর আজ (৬ সেপ্টেম্বর) । ১৯৯৬ সালের আজকের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার এই চলে যাওয়াটাকে এখনও স্বাভাবিক মনে করছেন না স্বজন-ভক্তরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের একাধিক তদন্ত শেষে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সালমানের মৃত্যুর ২৯ বছর পরও সেই একটি প্রশ্নের উত্তর খুঁজছেন তার স্বজন-ভক্তরা। সালমানের মৃত্যুর পর কেন তার স্ত্রী সামিরাকে আটক করা হয়নি। যদি সামিরাকে আটক করা হতো, তাহলে তার কাছেই মিলতো সব রহস্যের কারণ। যে কারণে আজও অজানা...