শুক্রবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কয়েকদিন আগে শ্রীলঙ্কায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেলে আয়োজকদের পক্ষ থেকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার পান। “হাতে পরি, ভালো লাগে, লোভ হয়। দেশে ফিরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়ে ঘড়িটি তোষাখানায় জমা দিই,” লিখেছেন তিনি। ফাওজুল কবির জানান, গত পরশু এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নয়) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। ফেরার সময় কৃতজ্ঞতা স্বরূপ একটি আইপ্যাড দিতে চান। তিনি বলেন, “বাসার আইপ্যাড পুরোনো, তাই লোভ হয়েছিল। তবে নির্ধারিত মূল্যসীমা ছাড়িয়ে যাওয়ায় আইপ্যাডটি ফিরিয়ে দিই।” তিনি আরও লিখেছেন, “তবে কোনো উপহারই গ্রহণ করি না, তা নয়। বিদেশি মন্ত্রী, রাষ্ট্রদূতরা সুভেনির, বই, বা সীমিত মূল্যের...