জাতীয় পার্টির অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেছেন, “জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। কখনও সন্ত্রাসে বিশ্বাসী নয়। কিন্ত জাতীয় পার্টির উপর একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে। লুটপাট ও আগুনে পোড়ানো হচ্ছে। এ অবস্থায় বড় গণতান্ত্রিক দল বিএনপি এ হামলার প্রতিবাদ জানিয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ। আশা করি, রাজনৈতিক দলগুলো কোনো অপকর্মের বিরুদ্ধে এভাবে একে অপরের পাশে দাঁড়াবে।” হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আনিস বলেন, “আমাদের পার্টি অফিসে বারবার হামলা ও অগ্নিসংযোগ করা কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত।” “এমন ন্যক্কারজনক ঘটনায় আমরা ক্ষুব্ধ, মর্মাহত ও ব্যথিত। যারা এই...