চলতি আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে নেইমারকে না রাখায় শুরু হয়েছে বড় বিতর্ক। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তির ঘোষিত দলে নেইমারের নাম না থাকায় ভক্তরা বিস্মিত হয়েছিলেন। এই প্রসঙ্গে মুখ খুলেছেন কিংবদন্তি রোনালদিনিও। তিনি বলেন, ‘এটা তো নেই। এখানে আর পেছনে ফেরার উপায় নেই… খুব শিগগিরই সে ফিরে আসবে এবং আবারও আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে।’ তবে তিনি এটাও স্বীকার করেছেন যে নেইমারের ফেরা সঙ্গে সঙ্গে হবে না। রোনালদিনিওর ভাষায়, ‘আমি মনে করি এটা একটা প্রক্রিয়া।’ দল থেকে বাদ পড়ার পর অনেকে ভেবেছিলেন নেইমারের হয়তো চোট আছে। কিন্তু নেইমার নিজেই জানিয়েছিলেন, এটি কোচের ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’। আনচেলত্তিও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘সে ঠিক বলেছে। এটি টেকনিক্যাল সিদ্ধান্ত। এর পেছনে অনেক কারণ আছে… কেউ নেইমারের টেকনিক্যাল...