শেষ কবে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র? এমন প্রশ্নের উত্তর দেওয়া খোদ ব্রাজিলিয়ানদের জন্যই কঠিন হবে। কারণ প্রায় দুই বছর হলো ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়ানো হয় না নেইমারের। ২০২৩ সালের অক্টোবরে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর ক্লাব ফুটবলে মাঝেসাজে খেলা হলেও ফেরা হয়নি জাতীয় দলে। বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে ব্রাজিল। শুক্রবার চিলিকে হারিয়েছে সেলেসাওরা। আগামী ১০ সেপ্টেম্বর মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে। ধারণা করা হচ্ছিল, এই দুই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরবেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায়ও নাকি ছিলেন তিনি। কিন্তু দল ঘোষণার তিনদিন আগে আবারও চোটে পড়েন নেইমার। যদিও সেই চোট খুব বেশি লম্বা হয়নি। ক্লাবের হয়ে পরের ম্যাচেই মাঠে নেমেছিলেন নেইমার। তবুও তাকে দলে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পরে অবশ্য আনচেলত্তি জানিয়েছিলেন, তিনি...