রাজবাড়ীতে ‘নুরাল পাগলার’ দরবার শরিফে হামলার ঘটনাটি ‘আন্তর্জাতিক চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে তিনি বলেন, “এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। তৌহিদী জনতার নামে কারা এই কাজগুলো করছেন? অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র আছে।” আগের দিন শুক্রবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ কবর, বাড়ি ও দরবার শরিফে ‘তৌহিদী জনতার’ নামে হামলা-ভাঙচুর হয়। তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া। এ সময় ভক্তদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা রিজভী বলেন, “বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজামণ্ডপ...