০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর জামাল উদ্দিন খালিদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এবার সরে দাঁড়ালেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। শনিবার (৬ সেপ্টেম্বর) আরিয়ান তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই পদের প্রার্থী তার বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আরিয়ান তার ফেসবুক পোস্টে লেখেন, আমার শরীরও ভালো নেই, পাঁচদিন যাবত এক প্রকার বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে। ‘আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত...