দ্বিতীয় দফা অবরোধ প্রত্যাহার, ঢাকা-দক্ষিণাঞ্চলের যান চলাচল স্বাভাবিক NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ফরিদপুর:ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দফায় করা অবরোধ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুলে নেয়া হয়। এর ফলে মহাসড়কে আটকে থাকা শত শত যানবাহন আবারও চলাচল শুরু করে, যা যাত্রীদের দুর্ভোগ লাঘব করে।অবরোধ চলাকালে হামিরদী ইউনিয়নের হাসামদিয়া এলাকায় একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও সংখ্যা জানা সম্ভব হয়নি।ইউএনও-র আশ্বাস বিক্ষোভের...