গেল ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি ভারতীয় ক্রিকেটাররা। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছিল ভারত। সেই ঘটনার ধারাবাহিতকতায় এবার ২০২৫ নারী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তানের মেয়েরা। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি দুই আয়োজক দেশ। ভারতের গুয়াহাটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চস্থ হবে। সেখানেই অংশ নেবে না পাকিস্তানের মেয়েরা। ফাতিমা সানার দল সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তানি মেয়েদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দেওয়ার খবরটি জানা গেছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার- এর এক প্রতিবেদনে। অন্য সংবাদমাধ্যম জিও নিউজের সূত্র অনুযায়ী, পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বা কোনো দলীয় প্রতিনিধি এই অনুষ্ঠানে ভারতের কোনো অংশগ্রহণ...