মানবসভ্যতার ইতিহাসে যুদ্ধ ও শান্তি সব সময় পাশাপাশি পথ চলেছে। একদিকে ছিল জুলুম ও শক্তির দম্ভ, অন্যদিকে ছিল ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। আরবের জাহেলি যুগেও দেখা যায় এই দ্বন্দ্বের চিত্র। মক্কার রক্তক্ষয়ী সংঘাতের ভেতর থেকেই জন্ম নেয় হিলফুল ফুজুল—এক শান্তিসংঘ, যার লক্ষ্য ছিল মজলুমের পাশে দাঁড়ানো এবং জালেমকে প্রতিরোধ করা। সেই উদ্যোগে তরুণ মুহাম্মাদ (সা.) নিজেও অংশ নেন যিনি পরবর্তীতে আল্লাহ তাআলার নবি হিসেবে আরবসহ পুরো বিশ্বকেই জুলুম ও জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করে ইমান ও ইনসাফের পথ প্রদর্শন করেন। মুহাম্মাদ (সা.) যখন ১৪-১৫ বছরের তরুণ, তখন মক্কায় সংঘটিত হয় এক ভয়াবহ যুদ্ধ, যাকে বলা হয় হরবুল ফিজার। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, একবার হাওয়াজিন গোত্রের উরওয়াতুর রাহহাল ইবনে উতবা আরবের একজন নেতা নুমান ইবনে মুনজিরের একটি বাণিজ্যিক কাফেলাকে আশ্রয় দেন।...