খবর টি পড়েছেন :২০৪লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে আরও তিন দলের নাম যুক্ত হলো। আগেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর টিকিট নিশ্চিত করেছিল। এবার তাদের সঙ্গে যোগ দিল উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।ঘরের মাঠ মন্তেভিদিওর এস্তাদিও সেন্টেনারিওতে ৬০ হাজার দর্শকের সামনে উরুগুয়ে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে পেরুকে। রদ্রিগো আগুইরে ১৪ মিনিটে হেডে প্রথম গোল দেন, ৫৯ মিনিটে জর্জিয়ান দে আরাসকেতা ব্যবধান বাড়ান, আর শেষ দিকে ফেদেরিকো ভিনিয়াস গোল করলে নিশ্চিত হয় উরুগুয়ের উল্লাস। মার্সেলো বিয়েলসার শিষ্যরা ১৭ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের তৃতীয় স্থানে উঠে এসেছে। এর মধ্য দিয়েই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করল মূল পর্বে খেলা।অন্যদিকে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। প্রথমে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ হামেস রদ্রিগেস। এরপর জন কর্দোবা ও হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর গোল...