নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট–০৪ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ৯৬.৩৩ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৮ পয়েন্টে। একই সময়ে বাজারে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৬২ কোটি টাকার বেশি। ডিএসইতে লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে ১৭ খাত। এগুলো হলো—তথ্যপ্রযুক্তি, টেলিকমিউনিকেশন, আর্থিক, বিবিধ, ব্যাংক, সেবা ও আবাসন, সিমেন্ট, সিরামিক, প্রকৌশল, মিউচ্যুয়াল ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, করপোরেট বন্ড, ট্যানারি, খাদ্য ও আনুষঙ্গিক, ওষুধ ও রসায়ন, বিদ্যুৎ ও জ্বালানি।এই খাতগুলোতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৯৭ কোটি টাকার বেশি, যা আগের সপ্তাহ থেকে ১৫১ কোটি টাকার বেশি প্রবৃদ্ধি। সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে তথ্যপ্রযুক্তি খাতে। সপ্তাহজুড়ে এই...