ভারতীয় সাবেক ক্রিকেটার ও উপস্থাপক আকাশ চোপড়া মনে করছেন, ২০২৫ এশিয়া কাপ টি-২০ আসরে বাংলাদেশের জন্য পরের রাউন্ডে ওঠা কঠিন হয়ে উঠতে পারে। বাংলাদেশ ক্রিকেট দল তাদের সর্বশেষ তিনটি টি-২০ সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে। তারপরও চোপড়ার মতে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে। এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এই চার দলের মধ্যে দুটি দল পরের রাউন্ডে যাবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে রহস্যময় প্রতিপক্ষ বলছেন বিশেষজ্ঞরা, কারণ তারা পূর্বের ফর্ম বা ফলাফলের ওপর নির্ভর করে পূর্বানুমান করা যায় না। চোপড়া মনে করছেন, বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান দল হলেও কিছু দুর্বলতা আছে। বিশেষ করে লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং খুব কম ব্যাটারদের ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৪০-এর বেশি।...