এবার চাকরির এআইনির্ভর প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। কোম্পানিটির বৃহত্তর পরিকল্পনার অংশ এটি, যার উদ্দেশ্য মানুষের মধ্যে এআই সম্পর্কে জানাশোনা বাড়ানো ও এআইয়ের ব্যবহার শেখানো। সেই ধরাবাহিকতায় ওপেনএআই এখন আরও বেশি করে সাধারণ ব্যবহারকারী ও ব্যবসার জন্য এআইনির্ভর সেবা চালু করছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। ‘ওপেনএআই জবস প্ল্যাটফর্ম’ নামের এমন এক চাকরির প্লাটফর্ম তৈরি করছে কোম্পানিটি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে উপযোগী চাকরিপ্রার্থী ও কোম্পানির মধ্যে সংযোগ করানো হবে বলে দাবি তাদের। এ উদ্যোগের মাধ্যমে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের লিংকডইন-এর প্রতিযোগী হয়ে দাঁড়াতে পারে ওপেনএআই। ওপেনএআই ও মাইক্রোসফটের মধ্যকার সম্পর্কটা একদম সহজ বলা যায় না। গত বছর বাৎসরিক প্রতিবেদনে ওপেনএআইকে ‘সার্চ ও নিউজ বিজ্ঞাপনের ক্ষেত্রে নিজেদের প্রতিদ্বন্দ্বী’ হিসেবে উল্লেখ করেছিল মাইক্রোসফট। এরপরও ওপেনএআইতে সবচেয়ে...