অনন্য উচ্চতায় পা রেখে ওয়ানডে ক্যারিয়ারের শুরু করেছেন ম্যাথু ব্রিটস্কি। তবে সেখানে দাঁড়িয়ে একটু শঙ্কাও কাজ করছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের মনে। ওই চূড়া থেকে কেবল পতনই যে সম্ভব! ব্রিটস্কির ওয়ানডে ক্রিকেটে পথচলার শুরুটাই ছিল ইতিহাস গড়ে। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেকেই খেলেন ১৫০ রানের ইনিংস। এরপর থেকে ছুটে চলেছেন তিনি রেকর্ডের পথ ধরেই। দ্বিতীয় ওয়ানডেতে করেন ৮৩ রান, তৃতীয়টিতে ৫৭। প্রথম তিন ওয়ানডে শেষে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নেন তিনি। চতুর্থ ওয়ানডেতে ৮৮ রানের ইনিংস খেলে নাম লেখান আরেকটি রেকর্ডে। প্রথম ক্রিকেটার হিসেবে ফিফটি করেন প্রথম চার ওয়ানডেতেই। সেটিকেই তিনি আরও বাড়িয়ে নেন বৃহস্পতিবার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজর দ্বিতীয় ম্যাচে উপহার দেন ৮৫ রানের ইনিংস। প্রথম পাঁচ ওয়ানডেতেই পঞ্চাশ ছোঁয়ার কীর্তিতে তিনি একমেবাদ্বিতীয়ম। প্রথম পাঁচ ওয়ানডেতে তার রানও...