বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী প্রতীক আবু সাঈদ এখন ইন্দোনেশিয়ার যুবসমাজের প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে ষোল বছরের স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়। শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে পুলিশের বন্দুকের সামনে নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ান। কিন্তু কে জানত, ফ্যাসিস্ট আদর্শে অনুপ্রাণিত পুলিশ বাহিনী তার বুকে সরাসরি গুলি চালাবে? এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করবে এক অকুতোভয় যোদ্ধাকে! স্বৈরাচারের অনুগত তৎকালীন পুলিশ বাহিনী সেই ভয়ঙ্কর কাজটিই করে। আবু সাঈদের বুকে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি মাটিতে বসে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়; এই বীর যোদ্ধাকে আর বাঁচানো যায়নি। আবু সাঈদের হাত প্রসারিত করে দাঁড়ানোর সেই ঐতিহাসিক ছবি বাংলাদেশের সীমানা পেরিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এখন ইন্দোনেশিয়ার...